নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: মঙ্গলবার ২৪,সেপ্টেম্বর :: বৃষ্টির জল জমে বাড়ি ছাড়তে হয়েছে এলাকার ৩০ থেকে ৩৫টি পরিবারের |পরিবারগুলি স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে | এবার সেই স্কুলেরই পড়ুয়ারাই টিফিনের পয়সা বাঁচিয়ে ত্রান শিবিরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করল | গাইঘাটার পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷
স্কুল সূত্রে জানা গিয়েছে বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে স্কুলে আশ্রিত পরিবার গুলির বাচ্চাদের হাতে খাবার তুলে দিল ৷ খাবারের মধ্যে রয়েছে বিস্কুট, ছাতু, মুড়ি, গুড় ইত্যাদি ।
স্কুলের ছাত্রদের কথায় মোট ২৫ জন শিশু স্কুলের ত্রান শিবিরে পরিবারের সঙ্গে আশ্রয় নিয়েছে ৷ আজকে তাদের শুকনো খাবার দিলাম ৷ ভবিষ্যতে আরো কিছু দেবার পরিকল্পনা রয়েছে তাদের |
ছাত্র-ছাত্রীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষকরা ৷ তাদের বক্তব্য স্কুলে পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা আসছে প্রশাসনের পক্ষ থেকে | কিন্তু স্কুলের ছাত্র-ছাত্রীদের টিফিনের পয়সা বাঁচিয়ে এমন উদ্যোগ অবশ্যই প্রশংসা করার মতো ।