নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: ঘাটাল কলেজে শুরু হল টুরিস্ট গাইড সার্টিফিকেসন স্কিমের প্রশিক্ষণ। আড়াই মাসের কোর্স, জেলার মধ্যে প্রথম চালু হলো ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে।
৪২ জন প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ শেষে টুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারবেন প্রশিক্ষিতরা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, কলেজ অধ্যক্ষ মন্টু কুমার দাস, পর্যটন দপ্তরের জেলা পর্যবেক্ষক সহ অন্যান্যরা।
মহকুমা শাসক বলেন, এই প্রশিক্ষণ পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর এবং উৎকর্ষ বাংলার যৌথ উদ্যোগে হচ্ছে। যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা সার্টিফিকেট পাবেন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পর্যটন কেন্দ্রগুলি সহ পাশাপাশি জেলার পর্যটন কেন্দ্রে প্রশিক্ষিত গাইড হিসেবে তারা কাজ করার সুযোগ পাবেন।
কলেজ অধ্যক্ষ মন্টু কুমার দাস বলেন, আমরা এই কোর্সের প্রশিক্ষণের জন্য আবেদন করেছিলাম। আবেদন অনুমোদিত হয়েছে। আমরা নিজেরাই বিভিন্ন কোর্সের জন্য আবেদন করতে পারব এবং ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে পারব। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর প্রশিক্ষিতরা টুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারবেন বলে অধ্যক্ষ বলেন।