নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: টেট পরীক্ষায় পাস না করে বাড়ি থেকে মাত্র তিনশ মিটার দূরে অনুব্রত মণ্ডলের মেয়ে চাকরি পেয়েছে, অথচ যারা যোগ্য তারা বঞ্চিত । হাজার হাজার যোগ্য শিক্ষিত বেকার ছেলেমেয়ে বসে আছে। তারা চাকরি পাচ্ছে না।
ঘাটালের খাঞ্জাপুরে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই আক্রমণ শানালেন। সুকান্ত বাবু বলেন, একজন মাগুর মাছ বিক্রেতা কোন জাদু বলে উনিশ কোটি টাকা ডিপোজিট করে ফেললেন এই জবাব দিতে হবে।
তিনি বলেন এগিয়ে বাংলা প্রকল্পের মধ্যে বাংলা হল সন্ত্রাসের আঁতুড় ঘর,পুলিশ প্রশাসন নির্বিকার। সুকান্ত বাবু অভিযোগ করেন বিভিন্ন প্রকল্পে তৃণমূল কংগ্রেস বেছে বেছে তাদের দলের লোকদের সেই প্রকল্পের সুবিধা দেয়। বিরোধী রাজনৈতিক দলের যোগ্য প্রাপকদের নাম কেটে দেয়।
বৃহস্পতিবার সুকান্ত মজুমদারকে ঘাটাল শহরের কলেজ মোড়ে সংবর্ধনা জানান ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট। এরপর বাইক রেলি করে রাজ্য সভাপতি কে খানজাপুরে নিয়ে যান বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা।
এদিন তিনি দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা র পাশাপাশি আগামী দিনের দলের কর্মসূচি এবং অবস্থান নিয়ে আলোচনা হয় সাংগঠনিক বৈঠকে।