নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: বুধবার ২৭,নভেম্বর :: টেন্ডারের নামে এক কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় এফ আই আর দায়ের হয়েছিল বিজেপি নেতা নবারুণ নায়েকের বিরুদ্ধে। সেই এফ আই আর এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক। আসামে প্রায় চল্লিশ কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে ১ কোটি ৬০ লক্ষ টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুন নায়েক, নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার নামে,
এই মর্মে এফ আই আর দায়ের হয়েছিল তমলুক থানায়। তার নামে আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে আগে এমন দাবি করেছিলেন নবারুণ।মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশ গ্রেফতার করে নবারুণ নায়েককে। ঘটনায় তৃণমূলের দাবি বিজেপির সব নেতারাই দুর্নীতিগ্রস্ত, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা তিনিও দুর্নীতিগ্রস্ত।