টেবিল টেনিসের শহর শিলিগুড়িতে শুরু হল মেয়র কাপ আন্ত বিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা

সজল দাশগুপ্ত:: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৫,জুলাই :: টেবিল টেনিসের শহর শিলিগুড়িতে শুরু হলো মেয়র কাপ আন্ত বিদ্যালয়ের টেবিল টেনিস প্রতিযোগিতা। বালক ও বালিকা উভয় বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এই টেবিল টেনিস প্রতিযোগিতা।

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এবং বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিলিগুড়ি ‘মেয়র কাপ’ আন্তঃ বিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান সুসম্পন্ন হয় শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতা শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। মোট তিন দিন ধরে অনুষ্ঠিত হবে এই টেবিল টেনিস প্রতিযোগিতা। বালক ও বালিকা উভয় বিভাগেই অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। শিলিগুড়ি শহর টেবিল টেনিসের শহর বলে বিশেষভাবে খ্যাত।

মান্তু ঘোষের মতো টেবিল টেনিস ব্যক্তিত্বের আবির্ভাবসহ শিলিগুড়ি থেকেই, পাশাপাশি আরও বিশিষ্ট টেবিল টেনিস তারকাদের উত্থান হয়েছে সহ শিলিগুড়ি থেকে।

এই টেবিল টেনিস প্রতিযোগিতাকে ঘিরে শহর জুড়ে সাজো সাজো রব। উদ্যোক্তারা আশাবাদী এই টেবিল টেনিস প্রতিযোগিতা রীতিমতো জমজমাট ভাবে অনুষ্ঠিত হবে। প্রথম দিনই দেখা গেল দর্শকদের উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =