সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২৯,ডিসেম্বর :: ভারতীয় টেস্ট দলে নতুন কোচ আসছেন—এমন জল্পনা পুরোপুরি উড়িয়ে দিল বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গৌতম গম্ভীরকেই বর্তমান চুক্তি অনুযায়ী প্রধান কোচ হিসেবে দায়িত্বে রাখা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পরপর টেস্ট হারের পর গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠেছিল, রবিবার তা গুজব বলেই কার্যত সিলমোহর দিল বোর্ড।
২০২৪ সালের জুলাইয়ে তিন ফরম্যাটের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গম্ভীরের অধীনে ভারত ১৯টি টেস্ট খেলেছে। এর মধ্যে সাতটিতে জয় এসেছে—বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দু’টি, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে মিলিয়ে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি।
তবে হারও কম নয়—নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক টেস্টে পরাজয়ের কারণে তিনিই একমাত্র ভারতীয় কোচ যাঁর আমলে ঘরের মাঠে পাঁচটি টেস্ট হারল ভারত, সঙ্গে দু’বার হোয়াইটওয়াশ।

