নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: বুধবার ১৯,ফেব্রুয়ারি :: মিনাখাঁর চৈতল পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় এর মাধ্যমিকের সিট পড়েছিল মিনাখাঁ যতীন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে। সেইমতো একটি টোটোয় করে মিনাখাঁ যতীন্দ্রনাথ বালিকা বিদ্যালয় পরীক্ষা দিতে আসে চৈতল পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী।
তারা পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁ পঞ্চায়েত অফিস সংলগ্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়।। ওই টোটো চালক চলন্ত অবস্থায় তামাক জাতীয় কিছু খাওয়ার চেষ্টা করছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় টোটোটি। টোটয় থাকা কল্যাণী নস্কর, কৃষ্ণা মন্ডল, সুমিতা মন্ডল, বৈশাখী পান্ডা নামে চার মাধ্যমিক পরীক্ষার্থী আহত হয়।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে এনে চিকিৎসা করায়। বর্তমানে তাদের মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে দুই ছাত্রী। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হলো কলকাতার একটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মিনাখাঁর বাসিন্দা তথা বামন পুকুর হাইস্কুলের এবার মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছাত্রী এদিন পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে
তাদের পরীক্ষা কেন্দ্র মিনাখাঁর ধুতরদহ কল্যাণ পরিষদ উচ্চ বিদ্যালয়ে টোটো তে চেপে যাওয়ার সময় অপরদিক থেকে একটি দুরন্ত গতিতে বাইক আসার ফলে মুখোমুখি সংঘর্ষ হয় বাবুরহাট এলাকায়। এই দুর্ঘটনার জেরে টোটোটি উল্টে যায় , আহত হয় টোটোতে থাকা দুই মাধ্যমিক পরীক্ষার্থী।
তড়িঘড়ি তাদের অভিভাবক এবং স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মিনাখাঁ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পরেও অবস্থার অবনতি হওয়ায় এবং তারপর কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ইতিমধ্যে ওই ছাত্রীর দুটি পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। পরীক্ষার আগেই এই পথ দুর্ঘটনার পাশাপাশি সুন্দরবন এলাকা থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে যেতে গেলেও কিছুটা সময় সাপেক্ষ। যদিও হাসপাতালে পৌঁছানোর পরে অবস্থা স্থিতিশীল হলে পরীক্ষা নির্ধারিত সময়ের আগে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয় কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
তবে পরীক্ষার দিনে, এভাবে বেপরোয়া লাগামহীন চলাচলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।