টোটো এবং অটোচালকদের মধ্যে ঝামেলা পরে হাতাহাতিতে পরিনত হয় রনক্ষেত্রর চেহারা নেয় গোটা গাংপুর স্টেশন – হেনস্থা সাংবাদিকদেরও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২৮শে মার্চ :: দীর্ঘদিন ধরেই গাংপুর স্টেশনে যাত্রী পরিবহনের জন্য টোটো এবং অটো দুটিই চলাচল করে। কিন্তু মঙ্গলবার হঠাৎই টোটো এবং অটোচালকদের মধ্যে বেধে যায় ঝামেলা।শুরু হয় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা।তারপর মারপিট শুরু হয় দুই পক্ষের মধ্যে। প্রথমে শক্তিগড় থানার পুলিশ উপস্থিত হয়ে টোটো এবং অটোচালকদের মধ্যে মীমাংসা করিয়ে দিয়ে যান ।

তারপর যখন টোটো চালকরা যাত্রী নিয়ে যাওয়ার জন্য টোটোতে চাপান তখন অটোচালকরা শুয়ে পড়েন টোটো চালকদের সামনে। পরে অটোচালকরা যাত্রী নিয়ে যেতে গেলে টোটো চালকরাও শুয়ে পড়ে অটোর সামনে। মুহুর্তের মধ্যে রনক্ষেত্র চেহারা নেয় গাংপুর স্টেশন।তারপর আবারও উপস্থিত হয় শক্তিগড় থানার পুলিশ।

টোটো এবং অটোচালকদের মধ্যে এই ঝামেলায় কয়েকজনের পুলিশের সাথে ধস্তাধস্তি হয় অটো ও টোটো চালকদের । ফলে দুই পক্ষ থেকেই কয়েকজনকে আটক করে শক্তিগড় থানার পুলিশ।এদিকে পুলিশ তাদের গাড়িতে তোলার সময় এই ঝামেলার খবর করতে গেলে শক্তিগড় থানা পুলিশদের হাতে হেনস্থা হন সাংবাদিক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =