নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: মঙ্গলবার ৯,জানুয়ারী :: টোটো চালকদের মানবিক মুখ দেখা গেল চন্দননগরে।তেমাথা জোড়াঘাট টোটো স্টান্ডের ৩০ জন টোটো চালক ২৫০ জন শিশুদের জন্য নৈশ ভোজের আয়োজন করল। চন্দননগর প্রবর্তক সেবা নিকেতনের আবাসিকেরা এই পরিষেবা গ্রহণ করল।আবাসনের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আবাসিকের ছাত্রীরা।এরা খুবই অসহায়।অনেকেই এদের সাহায্য করতে এগিয়ে আসে।
কিন্তু টোটো চালকেরা অক্লান্ত পরিশ্রম করে একটু একটু করে পয়সা জমিয়ে নৈশ ভোজের আয়োজন করল।তাইতো ভুপেন হাজারিকার গানটি মনে পড়ছে মানুষ মানুষেরই জন্যে জীবন জীবনের জন্যে। সত্যি তো এই টোটো চালকদের মানবিক রুপ দেখা গেল প্রবর্তক সেবা নিকেতনে। ছোটো ছোটো শিশুরা কব্জি ডুবিয়ে চেয়ার টেবিলে বসে আহার করল ফ্রায়েড রাইস,আলু ফুল কফির তরকারি,ডিমের ডেভিল,মাংস,চাটনি,পাপড় ইত্যাদি।