নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ২৭,মে :: ছোট থেকেই স্বপ্ন ছিল সে একদিন চার চাকা গাড়ির মালিক হবে , কিন্তু সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করতে পেরেছে সাগর সরদার, নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করলো ব্যাটারি চালিত ঝা চকচকে জিপ গাড়ি । আর এই জিপ গাড়ির মালিক আজ সাগর সরদার।
চিত্র পরিচিতি :: দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করলো ব্যাটারি চালিত ঝাঁ চকচকে জিপ গাড়ি । আর এই জিপ গাড়ির মালিক আজ সাগর সরদার।
সাগরের এই অভিনব ভাবনাকে সকলেই সাধুবাদ জানিয়েছে , অনেকেই দূর থেকে দেখতে আসছেন সাগরের এই ঝাঁ চকচকে জিপ গাড়ি। ঠিক এমনি প্রতিভাবান যুবকের বাড়ি, মুর্শিদাবাদ ও নদীয়ার সীমান্ত লাগুয়া গোপালপুরের গুগলবাড়িয়া থানার বাউসমারি গ্রামের বাসিন্দা তপন সরদারের বড় ছেলে সাগর সর্দার । জানাযায় দরিদ্র পরিবার থেকে উঠে আসা সাগর সরদারের ছোটবেলা থেকেই দুর্দান্ত প্রতিভা রয়েছে।
বিভিন্ন সময় মুহূর্তেই বানিয়ে ফেলতে পারে বিভিন্ন মডেলের খেলনার গাড়ি। তবে এবার আর খেলনার গাড়ি নয়, তার স্বপ্ন ছিল সে একদিন চার চাকা গাড়ির মালিক হবে । তবে আজ স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছে । নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে নিজের হাতে তৈরি করে এই ঝকঝকে জিপ গাড়িটির মালিক আজ সাগর সরদার।