সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ০১,অক্টোবর :: যানজট নিয়ন্ত্রণের জন্য কড়া পদক্ষেপ নেয় বারুইপুর পুলিশ জেলার পুলিশ। আগামী ৯ অক্টোবর থেকে বারাইপুরের কুলতলা থেকে যোগী বটতলা পর্যন্ত সমস্ত প্রধান রাস্তায় কোন প্রকার টোটো চালানো যাবে না এমনই নির্দেশিকা জারি করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। এর পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ এর ক্ষেত্রে আরও এক বড়সড় সিদ্ধান্ত নেয় বারুইপুর পুলিশ জেলার পুলিশ।
অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করা যাবে না। পুলিশি এই নির্দেশের বিরুদ্ধে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থানার সামনে কয়েকশ টোটো গাড়ি চালক বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সরাতে গেলে বারুইপুর থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
এ বিষয়ে এক বিক্ষোভকারী তিনি বলেন, টোটো যদি বন্ধ করে দেয়া হয় তাহলে আমরা মারা যাব। গোটা পরিবারের রোজগের একমাত্র আমি, আমি এই টোটো চালিয়েই রুজি রুটি জোগাড় করি। টোটো বন্ধ হয়ে গেলে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোন রাস্তা খোলা থাকবে না। অনেকেই রাস্তার পাশে অবৈধভাবে ইমারতী দ্রব্য ফেলে রাখে সেই সবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় না পুলিশ প্রশাসন শুধুমাত্র টোটো দাঁড়িয়ে থাকলেই দোষ।