নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: সোমবার ১৮,নভেম্বর :: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদা সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেফতার দিনহাটার বাসিন্দা মনোজিৎ বর্মন। দিনহাটা শহরের মাদার লেনে পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
মনোজিৎ বর্মনের বাড়িতে যাওয়া হলে তার এক আত্মীয় তাকে নির্দোষ বলে দাবি করে। তিনি দাবি করে বলেন মনোজিৎ বর্মন আই পি এড্রেস এবং ওয়াইফাই হ্যাক করে অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে।