ট্যাব কেলেঙ্কারির শিকার অন্তত ১৯১১ জন পড়ুয়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২০,নভেম্বর :: *ট্যাব কেলেঙ্কারির শিকার অন্তত ১৯১১ জন পড়ুয়া। দুর্নীতিতে কারা কারা জড়িত রয়েছেন ইতিমধ্যেই কলকাতা পুলিশ সিট গঠন করেছে।পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে,স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করবার পর এই ধরনের কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা ।

এই ঘটনা তদন্ত শুরু করার পরে একের পর এক নাম সামনে উঠে এসেছে। ট্যাব দুর্নীতি কান্ডে শিলিগুড়ি থেকে কলকাতা পুলিশ তিন জনকে গ্রেফতার করে। যে তিনজন ধরা পড়েছে তাদের মধ্যে আবার একজন হলেন প্রাথমিক শিক্ষক। শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতা পুলিশ তিন জনকে গ্রেফতার করে।

সেবক রোডে অবস্থিত একটি শপিং মলের সামনে থেকে দিবাকর দাস নামের এক প্রাথমিক শিক্ষকে গ্রেপ্তার করে। এ ছাড়া আরও দুজনকে গ্রেফতার করা হয়, গ্রেপ্তার করে কলকাতা পুলিশ গোপাল রায় ও বিশাল ঢালি নামে আরও দু’জনকে।দিবাকর ও গোপালের বাড়ী শিলিগুড়িতে।

বিশালের বাড়ী উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে।কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করবার পর ভক্তিনগর থানায় নিয়ে আসে এরপর কলকাতার উদ্দেশে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =