নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৬,নভেম্বর :: ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ওঠায় সোমবারই বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব।পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়াও হয়েছিল।তারপরই মালদহ থেকে একজনকে এই ইস্যুতে গ্রেফতার করা হয়।
এবার সেই গ্রেফতারির সংখ্যা বাড়ল। অতিরিক্ত আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা থেকে। অভিযুক্তদের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার এ।
প্রথমে মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছিল।এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং ইসলামপুর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই সূত্রের খবর।পড়ুয়াদের অ্যাকউন্ট হ্যাক করে সরকারি প্রকল্পের টাকা নিজের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে।
প্রথমে মালদহ থেকে যাকে গ্রেফতার করা হয় তার নাম হাসেম আলি।ইসলামপুর থেকে ধৃত ব্যক্তিরা হলো আশারুল হোসেন এবং চোপড়া থেকে ধরা পড়েছেন সাদ্দিক এবং মোবারক হোসেন। পুলিশের অনুমান,শুধু এই কজন নয়। আরও অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত। পুরোটাই একটা চক্র। তাই তদন্তের গতি আরও বাড়িয়েছে পুলিশ।