নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: নিখোঁজ ১৮ জন মৎস্যজীবীর মধ্যে জীবিত অবস্থায় উদ্ধার হল ১৩ জন মৎস্যজীবী। বাকি ৫জন এখনো নিখোঁজ। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে চলছে তল্লাশি। উল্লেখিত,গত ১৫ অগস্ট এফবি সত্যনারায়ণ ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে বেরোয়। কিন্তু হঠাৎই নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় এবং আবহাওয়া খারাপ হতে শুরু করায় প্রশাসনের তরফ থেকে মৎস্যজীবীদের সতর্ক করা হয়।
এরইমধ্যে শুক্রবার সকালে বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে একটি ট্রলার উল্টে যায়। মাছ ধরার ওই ট্রলারে ছিলেন ১৮ জন মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে উদ্ধার কাজের নেমে পরে উপকূল রক্ষী বাহিনী। সন্ধ্যার সময় ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে রাতেই আনা হয় কাকদ্বীপ মহকুমার হাসপাতালে।
কাকদ্বীপ মহাকুমার হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের আত্মীয়-স্বজনেরা। ডুবে থাকা ট্রলারটির অবস্থান চিহ্নিত করা গিয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ চলছে। উদ্ধারকাজে তিনটি ট্রলারও নামানো হয় এদিন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি অন্ধকারের কারণেও উদ্ধার কাজ ব্যাহত হয়।