ট্রলার ডুবির এক সপ্তাহ পরে মারা গেলেন বাংলাদেশী মৎস‍্যজীবী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশী মৎস‍্যজীবী। প্রাকৃতিক বিপর্যয়ে ট্রলারডুবির পর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল তাকে। দীর্ঘক্ষণ সমুদ্রে ভেসে থাকায় শরীরে ডিহাইড্রেশান হয়েছিল বলে খবর। সঙ্কটজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এক সপ্তাহ ধরে চিকিৎসকদের অক্লান্ত চেষ্টার পরও শুক্রবার ওই বাংলাদেশী মৎস‍্যজীবীর মৃত‍্যু হয়েছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃত বাংলাদেশী মৎস‍্যজীবীর নাম ইউনুস গাজী (৪৭)। মৃত মৎস‍্যজীবীর বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলার বিপিনপুরে।

মহিপুর মৎসবন্দর থেকে অন‍্যান‍্য বাংলাদেশী মৎসজীবীদের সঙ্গে ইউনুসও মাছ ধরতে বের হয়েছিলেন সপ্তাহখানেক আগে।এরপর মৎস‍্যজীবীদের শারীরিক পরীক্ষার জন‍্য মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে আশঙ্কাজনক অবস্থায় অন‍্যান‍্য মৎস‍্যজীবীদের সঙ্গে ভর্তি হয়েছিল ইউনুসও। ক্রমে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে ডায়মন্ডহারবার ম‍্যেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা হচ্ছিল বাংলাদেশের উদ্ধার হওয়া মৎস্যজীবীর। এক সপ্তাহ ধরে চিকিৎসা করার পর অবশেষে মৃত্যু হয় বাংলাদেশের মৎস্যজীবীর।

ইতিমধ্যেই ময়নাতদন্তের পর ওনার দেহ সংরক্ষণ করা থাকবে। দুই দেশের সরকারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলা হচ্ছে খুব তাড়াতাড়ি মৃতদেহ ও যে সকল মৎস্যজীবীরা উদ্ধার হয়েছে তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =