নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ৬,জুলাই :: ৫, তারিখ রাত প্রায় ১০টা নাগাদ বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাথাভাঙ্গা থানার একটি টিম অভিযান চালিয়ে WB 69A 5955 নম্বরের একটি ট্রাক কলেজপাড়া, রাজ্য সড়ক ১৬-এ, পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাথাভাঙ্গা থানার এলাকায় আটক করে। ট্রাকটি শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে যাচ্ছিল।গাড়িটি তল্লাশি করে পুলিশ টিম ১০.৭৬৮ কেজি গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করে। পুরো অভিযানটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিও রেকর্ড করা হয়।
ট্রাক চালক খোকন গোপে (৪৪), পিতা মৃত রাখাল গোপে, বাসিন্দা ঘোষপাড়া, নিশিগঞ্জ—কে আইনানুগ প্রক্রিয়া মেনে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার বিষয়ে NDPS আইন অনুযায়ী মাথাভাঙ্গা থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।