নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্যামনগর :: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল খুদে পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি শুক্রবার বেলায় শ্যামনগর বাসুদেবপুর থানার কেউটিয়া অশ্বত্থ তলায়। মৃতার নাম আরোহী দাস ( ৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণীর ছাত্রী আরোহী।
বাড়ির কাছেই স্কুটি থেকে রাস্তায় পড়ে যায় ওই খুদে। তখন উল্টো দিক থেকে আসা ট্রাকের পিছনের পিষ্ট হয়ে খুদের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকের খালাসিকে আটক করেছে। কিন্তু চালক পলাতক।