ট্রাকের তোলা তুলতে গিয়ে জনরোষে পালালো শান্তিপুর থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নদিয়া :: গাড়ি পিছু দিতে হবে ২০০ টাকা, থাকতে হবে মান্থলি, তবেই মিলবে থানার ছাড়পত্র। অনায়াসে নিয়ম ভেঙে নিয়ে যেতে পারবেন ওভারলোড বালি পাথর বোঝাই করা লরি। এবার টাকা তুলতে এসে বিক্ষোভের মুখে শান্তিপুর থানার পুলিশ।

সকালে, স্থানীয় ইমারতি দ্রব্য বিক্রেতা রাধেশ্যাম ঘোষের ২৪০ সিএফটি বালি ডাউনলোড করার সময় পুলিশ এসে ২০০ টাকা চায়, তা দিতে অস্বীকার করলে, কর্তব্যরত শান্তিপুর থানার পুলিশ কাগজপত্র কেড়ে মারধর করে। এই ঘটনায় এলাকার এবং পথচলতি সাধারণ মানুষ পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে । এরপর অবস্থা বেগতিক দেখে ঐ স্থান পরিত্যাগ করে পুলিশের গাড়িটি।

এ বিষয়ে গাড়ির চালক হাবিব শেখ জানান, নিয়ম অনুযায়ী আন্ডার লোড ২৪০ সিএফটি বালি পরিবহন করার কারণে থানার মান্থলি করার প্রয়োজন বোধ করেনি। কিন্তু কোন অন্যায়ে আজ আমাকে মারধোর করা হলো ? কাগজপত্র কেড়ে নেওয়া হলো ? স্থানীয় মানুষ এই বিষয়ে পুলিশের কাছে জবাব দিহি চাইছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =