নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার ৩০,জানুয়ারি :: ট্রাঙ্ক মাথায় নিয়ে এস আই আর এর হেয়ারিং লাইনে ৭১ বছরের বৃদ্ধ, শরীরের বিভিন্ন জায়গায় ঝুলানো রয়েছে একাধিক পরিচয়পত্র থেকে হেয়ারিং নোটিশ, সম্পত্তির দলিল। এক কথায় নীরব প্রতিবাদ।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের শেখ জাফর আলী।
লজিক্যাল ডিস্ক্রীপেন্সিতে ডাক পড়েছে শেখ জাফর আলীর। ভোটার তালিকায় উনার নাম রয়েছে শেখ জাফর আলী শেখ। নামের প্রথমও শেষে শেখ থাকায় ডাক পেয়েছেন হেয়ারিং এ।
কেন মাথায় ট্রাঙ্ক প্রশ্নের উত্তরে জাফর আলী বলেন, আমি পড়াশোনা জানি না বাবু তাই আমার পরিবারের সমস্ত দলিল দস্তাবেজ নিয়ে ট্রাঙ্ক ভর্তি করে আমি নিয়ে এসেছি বিডিও অফিসে, অফিসারেরা প্রয়োজনীয় নথি এখান থেকেই দেখে নিতে পারবেন।
এস আই আর এর চরম হয়রানির ছবি দেখা মিলছে এখনো ঘাটাল বিডিও অফিসে। এ বিষয়ে বি এল ও বা কমিশনের কোন আধিকারিক বক্তব্য দেননি। তবে পুলিশ কর্মী এসে ওই ব্যক্তিকে ট্রাঙ্ক নিয়ে বিডিও অফিসের বাইরে যেতে বলেন।

