ট্রাম্পের বিরুদ্ধে শালীনতা হানির অভিযোগ আনলেন এক আমেরিকান মডেলার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো :: শনিবার ২৬,অক্টোবর :: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর ঠিক সেই সময় ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। স্ট্যাসি উইলিয়ামস নামের ওই মডেলের অভিযোগ, ১৯৯২ সালে এক ক্রিসমাস পার্টিতে তাঁর সঙ্গে ট্রাম্পের আলাপ।

জেফ্রি এপস্টাইন নামের এক ব্যক্তি, যিনি নিজেও শ্লীলতাহানিতে অভিযুক্ত, তাঁর সূত্রেই পরিচয় দুজনের। স্ট্যাসির দাবি, সেই সময় ট্রাম্প ছিলেন একজন রিয়েল এস্টেটের উদ্যোগপতি। আর তখনই তিনি তারা শালীনতা হানি করেন।

একটা প্রশ্ন উঠেছে এতো বছর পরে ঠিক নির্বাচনের আগে কেন তিনি এই অভিযোগ আনলেন? সে যাই হোক,প্রাক্তন মডেলের অভিযোগ, ১৯৯৩ সালের বসন্তকালে আচমকাই একসঙ্গে হাঁটার সময় এপস্টাইন তাঁকে প্রস্তাব দেন ট্রাম্প টাওয়ারে যাওয়ার। তাঁরা সেখানে যাওয়ার পরই ট্রাম্প তাঁকে টেনে নেন নিজের কাছে।

দাবি, সেই সময় ক্রমাগত তাঁর স্তনের সব অংশই স্পর্শ করছিলেন রিপাবলিকান নেতা। হাত দেন কোমর ও নিতম্বেও। ব্যাপার দেখে হতভম্ব হয়ে যাওয়ায় প্রতিবাদও করতে পারেননি স্ট্যাসি। স্বাভাবিক নিয়মেই এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে ট্রাম্প শিবির।

রিপাবলিকানের তরফে ক্যারোলিন লিভিটের দাবি, ওই প্রাক্তন মডেল আসলে বারাক ওবামার ঘনিষ্ঠ। কমলা হ্যারিসের এক প্রচারসভায় এই অভিযোগ তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 14 =