আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ ওয়াশিংটন :: মধ্যপ্রাচ্যে অবশেষে শান্তির সম্ভাবনা জাগলো। গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটনে অনুষ্ঠিত এক ঐতিহাসিক বৈঠকে চার আঞ্চলিক নেতা এই চুক্তিতে সই করেন।
চুক্তিতে স্বাক্ষর করেন ইসরায়েল, ফিলিস্তিন কর্তৃপক্ষ, মিশর ও কাতারের শীর্ষ প্রতিনিধিরা। তিন দিনব্যাপী একাধিক বৈঠক ও আলোচনা শেষে সোমবার গভীর রাতে এই গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়। ট্রাম্প নিজে আলোচনার সমস্ত ধাপ ঘনিষ্ঠভাবে তত্ত্বাবধান করেন বলে জানা গেছে।
চুক্তি অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে গাজা ও সীমান্তবর্তী অঞ্চলে সব ধরনের সামরিক অভিযান বন্ধ হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং উভয় পক্ষই বন্দি বিনিময়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে।
ট্রাম্প সংবাদমাধ্যমে বলেন, “এই যুদ্ধবিরতি শুধুমাত্র একটি রাজনৈতিক চুক্তি নয়, এটি মানবতার জয়।” তাঁর এই মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং একাধিক পশ্চিম এশীয় দেশ।
বিশ্লেষক মহল মনে করছে, দীর্ঘদিনের সংঘাতের পর এই যুদ্ধবিরতি যদি বাস্তবায়িত হয়, তবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় এটি হবে এক ঐতিহাসিক মাইলফলক। তবে, স্থায়িত্ব নিয়ে এখনই আশাবাদী হতে নারাজ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।