ট্রাম্প কে দাবার চালে মাত করে এমাসেই ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন !!

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা ডেস্ক :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই ভারত সফরে আসছেন। এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে সাহায্য করবে।

পুতিনের সফরের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে আশা করা যাচ্ছে যে এটি আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যেই হতে পারে। তিনি দিল্লি সফর করবেন।

আলোচনার বিষয়বস্তু : প্রতিরক্ষা সহযোগিতা:: জ্বালানি সরবরাহ ও পারমাণবিক শক্তি :: বাণিজ্য ও বিনিয়োগ এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা (BRICS, SCO, G20) । ভারত ও রাশিয়া একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করতে পারে, বিশেষ করে প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে।

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট পুতিন মুখোমুখি বৈঠক করবেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মতবিনিময় করবেন বলে জানা যাচ্ছে । ২০২১ সালের পর এই প্রথম পুতিন ভারতে আসছেন।

ভারত-রাশিয়া সম্পর্ক ঐতিহাসিক এবং স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই সফর আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 9 =