নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ৮,আগস্ট :: ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে আটকে গেল এক জন রেল কর্মীর হাত তার জেরেই বিপত্তি দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন।
ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া মেন লাইন শাখার, পূর্ব বর্ধমান জেলার মেমারী স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে, সকাল ৭ :২৬ বর্ধমান হাওড়া ডাউন ৩৭৮২৪ নং লোকালে।
জানা গেছে সেখানে ট্রেনের একজন মেকানিকাল কর্মী ছিলো ট্রেনের ইঞ্জিনে রুমে | সেখানে ইঞ্জিনের ভিতরে কোন কিছু একটা পড়ে সেটাকে তুলতে গিয়েই বিপত্তি, আটকে যায় ওই রেল কর্মীর হাত, প্রায় এক ঘণ্টা আটকে থাকে তার হাত।
ঘটনার জেরে প্রায় দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি।ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর ওই রেল কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলার মেমারী স্টেশন চত্বরে। প্রায় দু ঘন্টা পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। যদিও হাত আটকানোর ঘটনা অস্বীকার করেছে রেল কতৃপক্ষ, তাদের যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনটি দাঁড়িয়েছিল।