নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৫,জানুয়ারি :: ট্রেনের ইঞ্জিনের মাথায় মানসিক ভরসাম্যহীন যুবক। বিদ্যুৎপ্রিষ্ট হয়ে চোখের সামনেই পুরে খাক যুবক।
হাওড়া স্টেশনের ১৮ নাম্বার প্লেট ফর্মের ঘটনা, শুক্রবার গভীর রাতের ঘটনার ভিডিও ভাইরাল। ব্যাঙ্গালোর হাওড়া প্যাসেন্জার ট্রেনের ইঞ্জিনে উঠে পড়ে ঝাড়খণ্ডের বাসিন্দা এই মানসিক ভরসাম্যহীন যুবক।