ট্রেনের চালক ও সহকারী চালক তাঁদের তৎপরতায় এমার্জেন্সি ব্রেক কষে হাতিটির প্রাণ রক্ষা করেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বুধবার ৭,মে :: আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি গামী ট্রেনের সামনে হাতি চলে আসে,

দ্রুত ট্রেনের চালক ও সহকারী চালক তাঁদের তৎপরতায় এমার্জেন্সি ব্রেক কষে হাতিটির প্রাণ রক্ষা করেন। এই যাত্রায় বেঁচে যায় নিরীহ বন্য প্রাণীটির প্রাণ । রেল কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছেন ড্রাইভার ও সহকারী চালক কে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eleven =