ট্রেনের ভয়াবহ স্মৃতি আজও যাত্রীরা ভুলতে পারছেন না।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: সোমবার ৫,জুন :: উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো যাত্রীদের চোখে মুখে। সোমবার দুপুরে হাওড়ার নিউ কমপ্লেক্সে ২২ নম্বর প্লাটফর্মে ঢোকে ডাউন জনশতাব্দী এক্সপ্রেস। ওই ট্রেনের যাত্রীরা বলেন যে বীভৎস্য ঘটনা আমরা চোখের সামনে দেখেছি তা এক কথায় অকল্পনীয়।

এক যাত্রী বলেন, কলকাতার বেহালা সরশুনা থেকে একটা কম্পিটিশনের জন্য গিয়েছিলাম। গত ৩০-৩৫ বছরে এত বড় ভয়াবহ ঘটনা ঘটেছে কিনা আমাদের সন্দেহ। শুধু লাশের পর লাশ মৃতদেহ পড়ে রয়েছে। রক্ত পড়ে রয়েছে চতুর্দিকে। তার সঙ্গে পচা দুর্গন্ধ। এর আগে কখনো আমরা এরকম দৃশ্য আগে দেখিনি।

আরেক যাত্রী বলেন, এরকম দেখতে হবে তা কল্পনাতেও ভাবিনি। একদিকে দুর্ভাগ্য আমাদের এমন দৃশ্য দেখতে হলো। আর একদিকে ঈশ্বরকে ধন্যবাদ যে বেঁচে বাড়ি ফিরতে পারছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =