নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: ট্রেনের মধ্যে থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। হাওড়া স্টেশনে ডাউন মুম্বাই মেল ঢোকার পরে ওই ট্রেনটির যাত্রীরা নেমে গেলে ট্রেনটিকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়।
রেলের সাফাই কর্মীরা যখন ট্রেনটিকে পরিষ্কার করছিলেন সেই সময় তারা দেখেন একটি স্লিপার কোচের টয়লেটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি (৩৫) র ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জিআরপিকে।
রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তির পকেটে কোন টিকিট ছিলনা। রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।