নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শুক্রবার ২,মে :: মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ধুপগুড়িতে। এদিন ধুপগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় মহিলার।
এদিন একটি মাল গাড়ি আপ লাইন দিয়ে যাওয়ার সময় রেললাইনের উপরে আচমকাই মহিলা উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় মহিলার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়।
ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমায়। এরপর স্থানীয়রা খবর দেয় ধুপগুড়ি থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।