সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: মঙ্গলবার ৬,জুন :: উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল এখনো অব্যাহত । এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তত ৩০ জনের । আহত সংখ্যা শতাধিক। মৃতদের পরিবারেকে সমবেদনা জানাতে বিরোধী থেকে শাসক দলের প্রতিনিধিরা একে একে হাজির হচ্ছেন ।
দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর এলাকায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের পরিবারের সাথে দেখা করতে মঙ্গলবার কাকদ্বীপে যান ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। কাকদ্বীপে মধুসূদনপুর এলাকায় পৌঁছালে আইএসএফ নেতাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
এর ফলে আইএসএফ কর্মী সমর্থক ও তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। আর এই গন্ডগোলের জেরে আহত হয় এক আইএসএফ কর্মী । এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হার্ডউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাশাপাশি আহত ওই আইএসএফ কর্মীকে প্রাথমিক চিকিৎসার জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে পুলিশি হস্তক্ষেপে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন নওশাদ সিদ্দিকী। অভিশপ্ত করোমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় কাকদ্বীপের মধুসূদন পুরের বাসিন্দা বুদ্ধদেব বাগ, হালিম মোল্লা , মুজিবুদ্দিন শেখ,মিরাজ শেখ ও সানোয়ার হোসেন মোল্লার ।