সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: মঙ্গলবার ৬,জুন :: ট্রেন দুর্ঘটনার চারদিন পরেও এখনও পর্যন্ত কোনো হদিস না মেলায় দুশ্চিন্তার সাথে সাথেও ক্ষোভ বাড়ছে সোনারপুরের দুই যুবকের পরিবারে । বাড়ির গয়না বন্ধক দিয়ে ও এলাকার মানুষের থেকে আর্থিক সাহায্য নিয়ে দুই পরিবারের দুই সদস্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল অভিশপ্ত করোমণ্ডলে ।
৩ জুন দুর্ঘটনার পর চারদিন কেটে গেলেও কোনো খোঁজ নেই অক্ষয় মিস্ত্রি ও দীপঙ্কর মন্ডলের । সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র ইতিমধ্যে নিখোঁজ দুই যুবকের পরিবারের সাথে দেখা করেন । বিধায়ককে সামনে পেয়ে কখনও কান্নায় কখনও ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় পরিবারের সদস্যদের ।
তাদের বক্তব্য সরকারের আর্থিক সাহায্যের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন বাড়ির ছেলের খোঁজ-খবর । যেভাবেই হোক জীবিত অথবা মৃত সেই খোঁজ এনে দেওয়া হোক। জানা গিয়েছে রাজমিস্ত্রীর কাজের জন্য তারা রওনা দিয়েছিলেন ভিন রাজ্যে । যে ঠিকাদার তাদের নিয়ে যাচ্ছিলেন তিনি তাদের জন্য জেনারেল টিকিট কেটে কামরায় তুলে দেন । দুজনেই জেনারেল কামরায় ছিল বলে জানা গিয়েছে।