ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩, আহত ৩ – শোকের ছায়া শঙ্করবাটিতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: দুর্গাপূজার আনন্দের আগে শোকের ছায়া নেমে এল হুগলির পোলবার অনন্তপুরে। চন্দননগর পটুয়াপাড়া থেকে দুর্গা প্রতিমা আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে শঙ্করবাটি গ্রামের বারোয়ারীর সদস্যরা। ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন, গুরুতর আহত আরও তিনজন।

সূত্রের খবর, শঙ্করবাটি হাই স্কুলে আয়োজিত বারোয়ারীর দুর্গাপূজোর প্রতিমা নিয়ে গ্রামে পৌঁছায় ট্রাক। কিন্তু পিছনে থাকা চারচাকা গাড়িটি তখনো ফেরেনি। সেই গাড়িতে ছিলেন চালকসহ ছয়জন

দীর্ঘ সময়েও গাড়িটি না ফেরায় সন্দেহ হয় পুজো কমিটির সদস্যদের। গাড়িতে থাকা এক সদস্যকে ফোন করলে ফোন ধরেন পুলিশ। সেখান থেকেই জানা যায় দুর্ঘটনার খবর।

গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রাখা ইটের পাঁজায় ধাক্কা মারে চারচাকা গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। চারজনকে গুরুতর অবস্থায় প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই আরও একজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর চোটের কারণে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ায়।

মৃতদের নাম – ভাস্কর দেবধারা (২৯), বাড়ি সুগন্ধার শঙ্করবাটি; প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০), দু’জনেই চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়, পরে পোলবা থানার পুলিশও আসে। স্থানীয় এক বাসিন্দা জানান, “গাড়িটি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে। গাড়ি থেকে মদের বোতলও উদ্ধার হয়েছে। সম্ভবত চালকসহ যাত্রীরা মদ্যপান করেছিলেন।”

আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে। শঙ্করবাটি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আনন্দমুখর উৎসবের প্রস্তুতি মুহূর্তে ছাপিয়ে গেছে অশ্রু ও বেদনায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =