নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৮,সেপ্টেম্বর :: ঠাকুর পুকুর এসবি পার্ক , থিম- প্রত্ম কথা , তুলে ধরা হয়েছে পশ্চিম মেদিনীপুরের মোগলমারির কথা । পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ অবস্থিত ঐতিহাসিক স্থান যেখানে বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল।কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে একদল পুরাতাত্ত্বিক ২০০৩ সালে মোগলমারিতে প্রথম খননকার্য শুরু করেন । ২০০৩-০৪ সালে খনন কার্যের প্রথম পর্যায় মোগলমারি গ্রামের দুটি জায়গাকে খননের জন্য বেছে নেওয়া হয় ।