ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব মহা সমারোহে আজ পালিত হচ্ছে বেলুড় মঠে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বেলুড় মঠে মহাসমারোহে শুরু হয়েছে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮তম জন্মতিথি উৎসব পালন। ভোর সাড়ে চারটেয় মূল মন্দিরে ঠাকুরের মূর্তির সামনে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। সেখানেই হয় বেদপাঠ ও স্তবগান।

এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল সহ সারা মঠ ঘুরে ঊষা-কীর্তন করেন। তারপর হয় বিশেষ পূজা আর হোম। এরপর সভামন্ডপে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হবে। যেমন রামকৃষ্ণ বন্দনা, রামকৃষ্ণ কথামৃতপাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, বংশীবাদন, ভজন, যন্ত্র সংগীত, ধর্মসভা ইত্যাদি।

এরই মাঝে বেলা এগারোটা থেকে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। সবমিলিয়ে করোনা পরবর্তীকালে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ভক্তি সহকারে বেলুড় মঠে পালিত হচ্ছে শ্রীশ্রীঠাকুরের জন্মতিথি উৎসব। মঠে এই উপলক্ষে ঢল নেমেছে ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =