কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৪,জানুয়ারি :: প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পতরু উৎসব পালিত হল মালদার রতুয়া-২নং ব্লকের পুখুরিয়া অঞ্চলের কোকলামারি গ্রামে।
দিনটি উপলক্ষে বুধবার সাত সকালেই কোকলামারির বাসিন্দারা ভক্তি নিষ্ঠা ভরে ঠাকুর রামকৃষ্ণ দেবের পুজোর্চনায় ব্রতী হন। পুজোর পর গ্রামবাসীদের পক্ষ থেকে নগর পরিক্রমার আয়োজন করা হয়। নগর পরিক্রমা শেষে হোম-যজ্ঞ, বিশেষ পুজো এবং নরনারায়ণ সেবার মাধ্যমে কল্পতরু উৎসব পালন করা হয় ।