ডাইনি,ভূত-প্রেত, তন্ত্রবিদ্যা সত্যিই কি বিশ্বাসযোগ্য, আদৌ কি মন্ত্র বলে কারো ক্ষতি করা যায় ?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: শনিবার ২৪,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার, মেমারী থানার অন্তর্গত তাতারপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটলো এক হাড় হিম করা ঘটনা। তাতারপুর গ্রামে রয়েছে প্রায় ১৩০ টি পরিবার, যার মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওই পরিবারের লোকজন তন্ত্র মন্ত্র বিদ্যা জানে, আর ওই বিদ্যার বলে এলাকার ঘরে ঘরে অনেক সময় সাদা কাগজে বিভিন্ন চিরকুট পাঠাতো ।

ওই পরিবারের কেউ না কেউ, সেখানে মাথার খুলি হাড় বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকতো, যে ঘরে ওই চিরকুট দিত সেই ঘরেরই নাকি পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়তো এবং অনেক ক্ষতি হতো।, গ্রামে প্রায় তিন মাস ধরে নাকি এইরকম অমঙ্গল হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ তারা হাতেনাতে একদিন ধরে ফেলে ওই পরিবারের একজনকে।

পরবর্তীতে স্থানীয় মোড়লকে জানালেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি, বারংবার জানানো হয়েছে মেমারী থানার পুলিশকে তারাও সেইরকম কোন পদক্ষেপ নেয়নি।গ্রামবাসীর আরো অভিযোগ ওই পরিবারের কেউ একজন নাকি আবার গ্রামের কোন এক বাড়িতে চিরকুট ফেলতে যাচ্ছিল তার ক্ষতি করার জন্য তখন হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ, অভিযুক্ত পরিবারটি বিরু মান্ডির।

অভিযুক্ত পরিবার গ্রামের এক যুবক বাদল মালিকের নামে ধর্ষণের মামলা করে, গতকাল রাতে মেমারি থানার পুলিশ বাদল মালিককে গ্রেপ্তার করে, গ্রেপ্তারের পরেই এলাকাবাসীরা বিক্ষোভ করতে থাকে শনিবার মেমারির জি টি রোড অবরোধ করে এবং গ্রামের মধ্যে বিক্ষোভ করে গ্রামের মানুষ, তাদের অভিযোগ বাদল মালিককে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে ।

অবিলম্বে তার মুক্তির দাবি করছেন এলাকাবাসীরা। যদিও এই ঘটনায় অভিযুক্ত পরিবার আপাতত এলাকা ছাড়া, তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠছে বর্তমান সময় দাঁড়িয়ে ডাইনি,ভূত-প্রেত, তন্ত্রবিদ্যা সত্যিই কি বিশ্বাসযোগ্য, আদৌ কি মন্ত্র বলে কারো ক্ষতি করা যায় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fourteen =