নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ৪,নভেম্বর :: ডাইনি অপবাদের জেরে ছয়দিন ধরে ঘরছাড়া এক আদিবাসী দম্পতি। দিনমজুর দম্পতির উপর নেমে এসেছে অকথ্য নির্যাতন, হুমকি দেওয়া হয়েছে আগুনে পুড়িয়ে হত্যারও।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার হাতিশালা এলাকায়। অভিযোগ, পেশায় দিনমজুর উকিল হেমব্রম ও তাঁর স্ত্রী শান্তি টুডুকে বেধড়ক মারধর করে স্থানীয় রবীন হেমব্রম, বাহামনি হাসদা ও বিপুল হেমব্রম। এমনকি, ডাইনি অপবাদ দিয়ে দু’জনকেই সামাজিকভাবে হেনস্থা করা হয়।
উকিল হেমব্রমের অভিযোগ, তাঁর স্ত্রী শান্তিকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। প্রতিবাদ করতেই রবীন ও বাহামনি তাঁদের ছেলে বিপুলকে সঙ্গে নিয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর শুরু করে।
পরে উকিল নিজে ঘটনাস্থলে পৌঁছে বাধা দিতে গেলে তাকেও ডাইনি বলে অপমান করা হয় ও বাঁশের লাঠি দিয়ে পেটানো হয় বলে দাবি। এখানেই থামেনি অত্যাচার— অভিযুক্তরা হুমকি দেয়, “এলাকা না ছাড়লে আগুনে পুড়িয়ে মারা হবে।” এরপর থেকেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে আত্মগোপন করে উকিল হেমব্রম ও তাঁর স্ত্রী ।
ছয় দিন পর অবশেষে সোমবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দিনমজুর। উকিলের কথায়, “আমরা নিরপরাধ। শুধু প্রতিবাদ করেছিলাম বলেই ডাইনি বলে অপমান করে মেরেছে। এখনও ভয় পাচ্ছি, বাড়ি ফিরলে হয়তো আগুনে পুড়িয়ে দেবে।”
ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আদিবাসী সংগঠন। আদিবাসী নেতা অমল মার্ডি বলেন, “এই ধরনের কুসংস্কার ও নির্যাতন আজও চলছে—এটা অত্যন্ত লজ্জাজনক। পুলিশ যেন কঠোর ব্যবস্থা নেয়, আমরা তাই চাই।” বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

