নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: সোমবার ৫,জুন :: ডাইন সন্দেহে ঘরছাড়া পরিবার । গ্রামে গিয়ে সচেতনতার বার্তা দিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। চন্দ্রকোনা এক ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে ডাইন সন্দেহে দিনু ভাদুড়ী নামে একজনকে মারধর করা হয়।গ্রাম ছাড়া হয় ওই পরিবার। শনিবার ওই গ্রামে গেলেন ঘাটালের মহকুমা শাসক।
মহকুমা শাসক গ্রামের মানুষদের সাথে কথা বলেন। প্রশাসনকে নির্দেশ দেন বিষয়টি দ্রুত সমাধানের জন্য। আদিবাসী অধ্যুষিত ওই গ্রামে ডাইনি অপবাদে ওই পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। মহকুমা শাসক গ্রামের মানুষ দের বোঝান। ছিলেন বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য, আশা কর্মী, স্থানীয় শিক্ষক এবং এলাকার মানুষজন ।
এই দিন আদিবাসী সম্প্রদায়ের ৩৫ জনকে উপজাতি শংসাপত্র দেয়া হয়। কয়েকটি জাতিগত শংসাপত্রের আবেদন গ্রহণ করা হয় এই দিন। গ্রামে বসে আবেদন পত্র পূরণ, মোবাইলে উপভোক্তাদের ছবি তোলার ব্যবস্থা করা হয়। বাসিন্দাদের ব্যাঙ্কের পাশ বই, আধার আপডেট ,পাট্টার রেকর্ড জমির কাগজপত্রের সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় এই দিনেই
এই বিষয়ে মহকুমা শাসক বলেন,ওই এলাকার জনজাতির মানুষজনকে বুঝিয়ে বলা হয়েছে সচেতনতার জন্য। আমাদের সবাইকে এগিয়ে এসে উদ্যোগ নিতে হবে সচেতনতার জন্য।