নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার বারঘড়িয়া এলাকা থেকে দুই ডাকাত কে গ্রেফতার করলো স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা স্বরুপনগরের বারঘরিয়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় ।
গতকাল গভীর রাতে স্বরুপনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের কাছে গোপন সূত্রে খবর আসে, সঙ্গে সঙ্গে একদল পুলিশ গিয়ে ওই এলাকায় হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করে দুষ্কৃতীদের, তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক দু রাউন্ড কার্তুজ ।
তাদের নাম হাফিজুল গোলদার বাড়ি স্বরুপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহার কান্দায় অপর একজনের নাম ইছা সদ্দার বাড়ি স্বরুপনগর এর চারঘাট গ্রাম পঞ্চায়েতের বারঘরিয়ায়। সূত্রে জানা যায় বারঘরিয়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল
পুলিশকে দেখে ডাকাত দল পালিয়ে যায়,তাদের মধ্যে দুজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই দলের বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে স্বরুপনগর থানার পুলিশ।