নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর(বীরভূম) :: বুধবার ১২,মার্চ :: ডাকাত দলকে ধাওয়া করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ডাকাত দলের। পরে পুলিশের হাতে পাকরাও তিন ডাকাত । উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ।
বীরভূমের রাজনগর থানা এলাকার ঘটনা। ধৃতদের বাড়ি বীরভূমেরই কাঁকড়তলা এলাকায় । যদিও এই নিয়ে জেলা পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, রাতে রাজনগর থানা এলাকায় পুলিশ পেট্রোলিং চলাকালিন রাজনগরের মুরাদগঞ্জ – আড়ালি রাস্তায় দুটি বাইক দেখে সন্দেহ হয় রাজনগর থানার পুলিশের। পুলিশ বাইক দুটিকে দেখে ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একটি বাইকে থাকা তিনজন।
সাথে সাথে পাশের থানায় খবর দেওয়া হয় , খবর পেয়েই আরো পুলিশ রাস্তা ঘিরে ফেলে। তাতেই ধরা পড়ে একটি বাইক সহ তিন জন। বাকি ৩ জন একটি বাইক পালাতক , তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের কাছে থেকে উদ্ধার মাদক দ্রব্যও। পুলিশ সূত্রে খবর ডাকাতির উদ্যেশ্যেই তারা জড়ো হয়েছিল।