নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১২,অক্টোবর :: দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের অভিযোগের ঘটনার দ্বিতীয় দিনে দুর্গাপুরের বিজরা গ্রাম এলাকায় তল্লাশি চালালো পুলিশ । পুলিশের বড় সড় সাফল্য। আরো এক জনকে গ্রেপ্তার করলো পুলিশ। নিয়ে আসা হলো দুর্গাপুর থানায়। জঙ্গল থেকে পালানোর সময় গ্রেপ্তার এই অভিযুক্ত।
ধৃত তিন দুষ্কৃতী -অপু বাউড়ি – শেখ ফিরদৌস – শেখ রিয়াজউদ্দিন । মূল অভিযুক্ত সফিকুল শেখ পলাতক ।
শেখ নাসিরউদ্দিন @ সম্রাট কে আটক করে জিজ্ঞাসা বাদ করছে পুলিশ। প্রত্যেকের বাড়ি বিজড়া বাউড়িপাড়া এবং ডাঙ্গাপাড়া এলাকায়। ধৃতদের কাছে নির্যাতিতার মোবাইল ফোন পাওয়া গেছে।