নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডানকুনি :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ধারে এক রক্তাক্ত যুবককে উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ওই যুবকের নাম বান্টি সাউ, যার বাড়ি ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের বন্দেরবিল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে সন্ধায় ডানকুনির গ্র্যান্ড সিটির কাছে গুলির ঘটনা ঘটে। আতঙ্কিত স্থানীয়রা পুলিশের কাছে খবর দিলে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুরুতর আহত অবস্থায় বান্টি সাউকে উদ্ধার করে। তার বাম দিকের বুকে গুলি লেগেছে বলে জানা গেছে।
তৎক্ষণাৎ তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনার পরই পুলিশ গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করেছে। কী কারণে এই হামলা, কারা জড়িত— সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
পুলিশ ঘটনার কারণ ও অভিযুক্তদের চিহ্নিত করতেএলাকাবাসীর সঙ্গে কথা বলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।