নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালবাজার :: রবিবার ২৫,মে :: শনিবার রাতে মালবাজারের ১৭ নাম্বার জাতীয় সড়ক দিয়ে বালি পাথর বোঝাই ডাম্পার যাতায়াত বেড়ে যায়। এরপরই মালবাজার শহরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে জাতীয় সড়কের ওপর স্থানীয়রা ডাম্পার আটকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
সারি সারি ডাম্পার জাতীয় সড়কের ওপর দিয়ে চলাচল করছিল সমস্যা দেখা যায় সাধারণ মানুষের । ঘটনাস্থলে খবর করতে গেলে আক্রমণের মুখে পড়ে একাধিক সংবাদ মাধ্যমের কর্মীরা।এমনটাই অভিযোগ সংবাদমাধ্যমের কর্মীদের। রীতিমতো মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পাশাপাশি অভিযোগ উঠেছে শারীরিকভাবে নিগৃহীত হন তারা।
এরপরই স্থানীয়রা পাল্টা সোচ্চার হন। শক্ত প্রতিবাদের মুখে পড়ে কিছু হতে বাধ্য হন ডাম্পারের মালিক ও তাদের সাঙ্গোপাঙ্গরা ঘটনার সংবাদ শুনে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
প্রশ্ন উঠেছে হঠাৎই এত ডাম্পার কোথা থেকে এলো? ডুয়ার্স এর পথে ডাম্পারের তাণ্ডবে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যায় পড়তে হয়।