নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৩,জানুয়ারি :: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল মায়ের।আহত ছেলে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে ভর্তি। মৃত ওই মহিলার নাম সুনিতি মল্লিক ,বয়স ৬৫ বছর । আহত ছেলের নাম ,সৌরভ মল্লিক। বাড়ি পান্ডুয়া দীঘিরপার পূর্ব পাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সুপারমার্কেট এলাকায় বেশ কয়েকজন মিলে পিকনিক করছিল। পিকনিক শেষে মাকে নিয়ে বাড়ি ফিরছিল ছেলে।
পান্ডুয়া সুপারমার্কেট থেকে জিটি রোডে ওটার সময় হঠাৎই পেছন থেকে আসা একটি ডাম্পার সপাটে ধাক্কা মারে তাদের বাইকে ।এরপরেই মা সুনিতি মল্লিক রাস্তার উপর পড়ে গেলে, ডাম্পারের চাকা চলে যায় তার মাথার উপর দিয়ে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। আহত অবস্থায় ছেলে সৌরভ মল্লিক কে স্থানীয়রা উদ্ধার করে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে এলে, সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ। ঘাতক ডাম্পার লরিটিকে আটক করেছে পান্ডুয়া থানার পুলিশ। চালক পলাতক।