সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ১,অক্টবর :: বৃদ্ধাশ্রমের প্রবীণ ও অনাথ আশ্রমের শিশুদের জন্য প্রতিমা দর্শন ও মধ্যাহ্নভোজের আয়োজন করল ডায়মন্ডহারবার পুলিশ । শহরে কোলাহল, আলো আর আনন্দের ভিড় ।
আর যেখানে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের মানুষরা বছরের পর বছর চার দেওয়ালের ভেতরে বন্দি । সেখানেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ডায়মন্ডহারবার পুলিশ পরিবার।
অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে’র উদ্যোগে বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ-বৃদ্ধা এবং অনাথ আশ্রমের শিশুদের জন্য আয়োজন করা হয় প্রতিমা দর্শনের। পুলিশের গাড়িতে চেপে তারা ঘুরে দেখেন শহরের বিভিন্ন পুজো প্যান্ডেল।
কেউ হাঁটতে অক্ষম, কেউ হুইলচেয়ার-নির্ভর, কেউ আবার জীবনের সায়াহ্নে—তবুও পুলিশের সহায়তায় সকলে ভাগ করে নিলেন উৎসবের আনন্দ। এমনকি শয্যাশয়ী প্রবীণদেরও কোলে করে প্রতিমা দর্শন করালেন পুলিশকর্মীরা।
শুধু প্রতিমা দর্শন নয়, তাদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজনের আয়োজন। সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের ভোজ—সবই নিখরচায় পরিবেশন করা হয়। এমনকি অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে নিজেই হাতে করে খাবার পরিবেশন করেন সকলের মধ্যে।
এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে মিতুন কুমার দে বলেন— “ভালো লাগার জায়গা থেকেই এই উদ্যোগ। আলোর বাইরে থাকা মানুষদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই প্রয়াস।”