ডায়মন্ডহারবারে বিরোধীদের একের পর এক দেয়াল লিখন মুছে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: মঙ্গলবার ২৩,এপ্রিল :: রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রের তুলনায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টানার দুবার জয়ী হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । ২০২৪ নির্বাচনেও এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে আবারও ভোট যুদ্ধে নেমেছেন তিনি ।

আর এই কেন্দ্রের বিভিন্ন জায়গায় সোমবার গভীর রাতে একের পর এক বিরোধীদের লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয় এক বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা রাখার অভিযোগও ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে সিপিএম ও বিজেপির পক্ষ থেকে।

এ বিষয়ে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী প্রতিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে ডায়মন্ডের লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রসিপিএমের প্রায় ৫০ টির ও বেশি দেওয়াল মুছে দেওয়া হয়। তৃণমূল-বিজেপির কর্মীরা শূন্য পাওয়া দলকে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে লাল ঝান্ডাকে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাবো।

অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি) । তিনি জানান, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের ফলতা সহ একাধিক জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দেওয়াল মুছে দিচ্ছে । এমনকি বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ফলতার ফতেপুরে বিজেপি কর্মী বাপ্পাদিত্য মন্ডলের বাড়ির পাশে একটি দেওয়াল মোছাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এমনকি তৃণমূলের দুষ্কৃতীরা গভীর রাতে বাপ্পাদিত্যর বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়ে। সৌভাগ্যবশত সেই বোমাটি ফাটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fourteen =