সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: সোমবার ০২,অক্টোবর :: কথায় রয়েছে “সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার”। বর্তমান রাজ্য সরকারের আমলে সেই কথা যেন এখন অতীত । এখন “সব তীর্থ একবার গঙ্গাসাগর বার বার”। গঙ্গাসাগরে আসা পূর্ণ্যার্থীদের জন্য সুখবর । এবার ডায়মন্ডহারবার থেকে সাগর পর্যন্ত জলপথে শুরু হল এক বিলাসবহুল ক্রুজ পরিষেবা।
গত বছর গঙ্গাসাগর মেলার আগে কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত ক্রুজ পরিষেবা চালু হয়েছিল। এবার সেই বিলাসবহুল ক্রুজ পরিষেবার চালু হল ডায়মন্ডহারবার থেকে। একটি বেসরকারি সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সোমবার থেকেই পরীক্ষামূলক পরিষেবা চালু করল সংস্থাটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে , আপাতত সপ্তাহের তিন দিন এই পরিষেবা চালু থাকবে । মূলত শুক্র, শনি ও রবিবার প্রাথমিকভাবে এই পরিষেবা চালু থাকবে। প্রতি সপ্তাহে ডায়মন্ডহারবারে জেটিঘাট থেকে সকাল ৯.৩০ মিনিটে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে এই বিলাসবহুল ক্রুজটি। বিকাল ৪.৩০ মিনিট নাগাদ কচুবেড়িয়ায় পৌঁছাবে ।
আবারো পাঁচটা নাগাদ কচুবেড়িয়া থেকে রওনা দিয়ে ডায়মন্ডহারবার জেটি ঘাটে যাত্রীদের নিয়ে আসবে। এই ক্রুজের বিলাসবহুল যাত্রার খরচ খুবই কম। শীততাপ নিয়ন্ত্রিত ক্রুজে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে ।একটি ক্লাসিক ও অপর একটি প্রিমিয়াম । ক্লাসিক পরিষেবার ভাড়া যাত্রী কিছু মাত্র ৩৪৮ টাকা ও প্রিমিয়াম পরিষেবার ভাড়া ৩৯০ টাকা। যাত্রীদের আসন সংখ্যা ১৫৬।