সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর গলা কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার পারুলিয়া কোষ্টাল থানার কামারপোল দিঘিরপাড় এলাকার। মৃত গৃহবধূ জাসমিনা বিবি ওরফে মহারানী (৪৫)। অভিযুক্ত স্বামী খালেক মোল্লা(৫৫)।
ঘটনার পর থেকে পলাতক স্বামী । স্থানীয় ও পুলিশ সূত্রে খবর , বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতোই মাকে দেখতে যায় নাজিমুল মোল্লা বাড়ি দরজা খুলে ছেলের চক্ষু চড়ক গাছে উঠে । রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে আছে জাসমিনা ওরফে মহারানী বিবি । এপর নাজিমুল চিৎকার শুরু করে দেয়।নাজিমুলের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। এর পর খবর দেওয়া হয় পারুলিয়া কোস্টাল থানায় । ঘটনাস্থলে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
দেহ ময়নাতদন্তের জন্য করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী খালেক মোল্লা। পারিবারিক অশান্তির জেরে খুনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।