ডায়মন্ডহারবার পুলিশের অভিযানে উদ্ধার এক হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শনিবার ১৮,অক্টোবর :: কালীপুজোর আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিভিন্ন থানায় একাধিক জায়গায় অভিযান চালিয়ে এক হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হল।

ডায়মন্ডহারবার পুলিস জেলার অন্তর্গত মহেশতলা, বজ বজ সহ একাধিক থানা এলাকায় অভিযান চালায় ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ।অভিযান চালিয়ে এক হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে ২৩ টি পৃথক মামলার রুজু করা হয়েছে।   নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের পর সেই বাজি গুলিকে নিরাপদে নষ্ট করা হয়েছে।

এ বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার বলেন, নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা বেআইনি। ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে গত একমাস ধরে বিভিন্ন থানা এলাকাগুলিতে পুলিশি অভিযান চালানো হয়। নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে বিক্রেতাদের বিরুদ্ধে ২৩ টি পৃথক মামলা করা হয়েছে। মূলত মহেশতলা ,বজ বজ নুঙ্গি সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়। আগামী দিনে এলাকায় নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছে কিনা সেদিকে নজর রাখা হয়েছে।

নিষিদ্ধ শব্দবাজি ক্রয় এবং বিক্রয় করা বেআইনি। যে সকল বাজি ব্যবসায়ীরা নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 17 =