সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: ডায়মন্ডহারবার পৌরসভা নিজেদের দখলে রাখতে প্রচার ময়দানে নেমে পড়েছে ঘাসফুল শিবির। মঙ্গলবার ডায়মন্ড হারবার মহাকুমার প্রশাসনের দপ্তরে নমিনেশন ফাইল জমা দেয় ডায়মন্ড হারবার পৌরসভার ১৬ টি ওয়ার্ডের তৃণমূলের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়ার পর বুধবার সকাল থেকেই প্রচার ময়দানে দেখা গেল তৃণমূলের প্রার্থী দের।
ডায়মন্ড হারবার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজর্ষী দাস – এবারের পৌরসভা নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত থাকার কারণে, এইবার ১৬ নম্বর ওয়ার্ডের বদলে ৪ নম্বরে ওয়ার্ড থেকে ঘাসফুল শিবিরের প্রতিনিধিত্ব করছে। বুধবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন রাজর্ষী দাস। স্থানীয় মানুষের আক্ষেপ যে অল্প একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড।
বিজ্ঞাপন
সাধারণ মানুষের কাছ থেকে ওয়ার্ডের বিভিন্ন রকম সমস্যার কথা শোনেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি তিনি জানান ভোটে জেতার পর দ্রুত এই সমস্যার সমাধান করাই তার প্রথম লক্ষ্য হবে। নিজের জয়ের ধারাকে অব্যাহত রাখতে পারবে রাজর্ষী দাস। পৌরসভার মানুষ ২৭ ফেব্রুয়ারি তার জবাব দেবে।